শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫

১/১১ স্টাইলে ডাকসু-জাকসু নির্বাচন হচ্ছে- অ্যাডভোকেট পাপিয়া

হোম পেজ » রাজনীতি » ১/১১ স্টাইলে ডাকসু-জাকসু নির্বাচন হচ্ছে- অ্যাডভোকেট পাপিয়া
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


১/১১ স্টাইলে ডাকসু-জাকসু নির্বাচন হচ্ছে-অ্যাডভোকেট পাপিয়া

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন, বর্তমানে ১/১১ স্টাইলে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানেও মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের মতো দখলদারিত্ব চলছে। তিনি ব্যক্তিগতভাবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে আড্ডাবাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

অ্যাডভোকেট পাপিয়া বলেন, যেদিন আবু সাঈদ-মুগ্ধদের হত্যার বিচার হবে, সেদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসবে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভের আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৪ ● ৮৭ বার পঠিত