
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
ছাতকে ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
হোম পেজ » সর্বশেষ » ছাতকে ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে, যার মাধ্যমে ইউএনওকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তারা বলেন, বালু-পাথর সিন্ডিকেট ও দুর্নীতিবাজ ঠিকাদারদের স্বার্থরক্ষায় এই অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ইউএনও তরিকুল ইসলাম মাদক, বালু চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার নেতৃত্বে দেড়শ’ দিনের মধ্যে ২৪০টি মামলা দায়ের ও ৫ কোটি টাকার বেশি অবৈধ সরঞ্জাম জব্দ হয়েছে। এ কারণেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এএমএল/এমআর
বাংলাদেশ সময়: ১২:৪৪:০৩ ● ৮৮ বার পঠিত