বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে তিন কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা জেল হাজতে
হোম পেজ » বরগুনা » আমতলীতে তিন কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা জেল হাজতে

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে তিন কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আমিরুল মাদবরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান এই আদেশ দেন। এর আগে সকালে আমতলী থানা পুলিশ গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আমিরুল মাদবর দীর্ঘদিন ধরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের সময় তার শরীর তল্লাশী করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মামলা দায়ের হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার আমিরুলকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০০:২৭ ● ১২৪ বার পঠিত
