বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
মির্জাগঞ্জে চুরি হওয়া ৪টি গাভী ঝালকাঠি থেকে উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে চুরি হওয়া ৪টি গাভী ঝালকাঠি থেকে উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে চুরি হওয়া ৪টি গাভী একদিন পর ঝালকাঠি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরিতে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতের দিকে ছৈলাবুনিয়া গ্রামের মোঃ ফারুক হোসেন মল্লিকের গোয়ালঘর থেকে চোরের দল ৪টি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন, ১০ সেপ্টেম্বর ফারুক হোসেন মল্লিক মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। (মামলা নং-১১)
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঝালকাঠি জেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের জামাল সিকদারের বাড়ীর সামনের রাস্তার ওপর থেকে মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩৮৪৭) এবং ৪টি গাভী উদ্ধার করে। বাদীর সনাক্ত অনুযায়ী গরুগুলো জব্দ করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, তদন্ত শেষে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:০০ ● ১৫৬ বার পঠিত
