বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫

গলাচিপায় সাংবাদিক রিচার্ডের স্মরণে দোয়া-মিলাদ

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সাংবাদিক রিচার্ডের স্মরণে দোয়া-মিলাদ
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


গলাচিপায় সাংবাদিক রিচার্ডের স্মরণ সভা ও দোয়া-মিলাদ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ডের স্মরণে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসবের আয়োজন করা হয় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, রিচার্ডের বাবা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ গলাচিপা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান তালুকদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানাও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান সাকিব।

অন্যান্য উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা মো. আবুল হোসেন, জামায়াত নেতা হাবীবুর রহমান ফোরকান, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সংকর লাল দাস, আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, সমকালের প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য মো. কাওসার আহমেদ, প্রতিদিনের কাগজ প্রতিনিধি ও সমাজকল্যাণ সম্পাদক ইশরাত হোসেন মাসুদ উপস্থিত ছিলেন।

সঙ্গে ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও দপ্তর সম্পাদক আরেফিন লিমন প্রমুখ।

বক্তারা রিচার্ডকে স্মরণ করে তার সাহসী সাংবাদিকতা এবং ক্রীড়াপ্রেমী চরিত্রের কথা বলেন। তারা বললেন, রিচার্ড মানুষের জন্য কাজ করতেন। তার চলে যাওয়া পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। রিচার্ডের স্মৃতি সবার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. তাওহীদুল ইসলাম।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:৫৩ ● ১১২ বার পঠিত