বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫

গৌরনদীতে গ্রামীণ জনপদে উন্নয়নের ছোঁয়া

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গ্রামীণ জনপদে উন্নয়নের ছোঁয়া
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে গ্রামীণ জনপদে উন্নয়নের ছোয়া

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার গ্রামীণ জনপদে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন অবশেষে বাস্তবায়িত হতে শুরু করেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বহু কাঁচা রাস্তায় ইটের সলিং, মাটির রাস্তা সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। এতে যোগাযোগব্যবস্থার মান বেড়েছে, সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে দুই কিস্তিতে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থে ৩১৪টি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। অধিকাংশ প্রকল্পই মাটির রাস্তায় ইটের সলিংকরণ। শুরু থেকেই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়ায় কাজের মান আগের যেকোনো সময়ের চেয়ে উন্নত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের সরদার বলেন, ছোটবেলা থেকে কাদা-মাটির রাস্তায় চলাচল করতে হয়েছে। সম্প্রতি ইউএনও ও পিআইওর সহায়তায় আমাদের গ্রামের রাস্তা ইটের সলিং করা হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ।

খাঞ্জাপুর, বার্থী ও সরিকল ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, আগে বর্ষায় হাটু সমান পানিতে ডুবে যাওয়া রাস্তাগুলো দিয়ে ছাত্র-ছাত্রীসহ কারও যাতায়াত সম্ভব ছিল না। এবার সেসব রাস্তা সংস্কার করে ইটের সলিং করায় সুবিধা পাচ্ছেন সবাই।

একাধিক ইউপি সদস্যরা জানান, অতীতে কাজ না করেও বিল উত্তোলনের ঘটনা ঘটেছে। এখন সেই সুযোগ নেই। প্রকল্প সভাপতিদের মাধ্যমে শতভাগ কাজ আদায় করা হচ্ছে। এজন্য পিআইওর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, কাজের মান ঠিক রাখতে প্রকল্প সভাপতিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এতে কিছু ব্যক্তির বিরাগভাজন হলেও প্রকল্পের মান বজায় রাখা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, অনেক প্রকল্প তিনি নিজেই পরিদর্শন করেছেন। প্রতিটি কাজ মানসম্পন্ন হয়েছে। গ্রামীণ মানুষ এখন এর সুফল পাচ্ছেন।

 

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০১:৫০ ● ১৭৯ বার পঠিত