নেপাল থেকে জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা

হোম পেজ » জাতীয় » নেপাল থেকে জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


নেপাল থেকে জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা

সাগরকন্যা ঢাকা অফিস

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার সময়সূচি বিলম্বিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা ছিল। তবে পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে সেখানকার টিম হোটেলে অবস্থান করছেন।

দলের নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রত্যাবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন। এ ব্যাপারে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দলের সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৪ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ