
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে গাঁজা ও মাদকসেবনের সরঞ্জামসহ আটক হওয়া লিটন দাস (২৬) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ৩০০ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মেরী এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত লিটন দাস গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের মৃত বিমল দাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে ধানডোবা গ্রাম থেকে লিটন দাসকে গাঁজা ও মাদকসেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে সাজা দেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:১০ ● ১৩২ বার পঠিত