সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ার হাজিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় আরিফ নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকসে এ জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, ইটভাটার জন্য কৃষিজমি থেকে মাটি কাটার কাজ চলছিল।
আইন অনুযায়ী এটি নিষিদ্ধ। তাই অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মো. ইয়াসীন সাদেক আরও বলেন, অবৈধ মাটি উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।
ফসলি জমির উর্বরতা রক্ষা ও কৃষিভূমি সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৬ ● ২২১ বার পঠিত
