সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫

বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা

হোম পেজ » বরিশাল » বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব কামরুল আহসান সোহাগ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মিদুল ও রফিকুল ইসলাম বাবু, স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মী সভার মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট নতুন করে উজ্জীবিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব নেতাকর্মী নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে কমিটিতে স্থান দেওয়া হবে। যারা দীর্ঘদিন ক্ষমতাসীনদের সুবিধাভোগ করে এখন দলে অনুপ্রবেশের চেষ্টা করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০১ ● ৯০ বার পঠিত