সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
পুলিশ ক্যাম্পে হামলার আসামি আক্তার ও শুটার মাসুদ গ্রেফতার
হোম পেজ » ঢাকা » পুলিশ ক্যাম্পে হামলার আসামি আক্তার ও শুটার মাসুদ গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌযান, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা ও নৌযানে চাঁদাবাজি করে আসছিল নয়ন, পিয়াস ও আক্তার বাহিনীর সদস্যরা। তাদের গুলিতে একাধিক স্থানীয় নিহত হন। ভয়ে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আক্তারের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন ডাকাত ৪-৫টি হাইস্পিড ট্রলারযোগে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও চারদিক থেকে গুলি ছোড়ে। রোববার রাতে কুমিল্লার তিতাস এলাকা থেকে আক্তারকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শুটার মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:০১ ● ২১৫ বার পঠিত
