সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ার হত্যা, মূল ঘাতক রতন গ্রেফতার

হোম পেজ » রাজশাহী » বগুড়ায় হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ার হত্যা, মূল ঘাতক রতন গ্রেফতার
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


হত্যাকাণ্ডের সময়কার সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শতাব্দী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসানকে হাতুড়ি পিটিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি রাকিবুল ইসলাম রতন (২৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ভোরে অফিস কক্ষে ঘুমন্ত অবস্থায় ক্যাশিয়ার ইকবালের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে রতন। পরে রেঞ্চ ও চাকু দিয়ে আবারো আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর ক্যাশ থেকে টাকা ও নিহতের মোবাইল নিয়ে পালিয়ে যায় সে।

ডিবি পুলিশ জানায়, অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নির্দেশনায় ও পরিদর্শক রাজু কামালের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে রতনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ইকবালের অনিয়ম মালিককে জানানোয় ক্ষিপ্ত হয়ে ইকবাল তাকে মারধর করেন। এর প্রতিশোধ নিতে সুযোগ বুঝে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান আহমেদ জানান, গ্রেফতারকৃত রতনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩:১২:১০ ● ১০৯ বার পঠিত