
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ইলিশ মৌসুমে ভয়াবহ বরফ সংকট দেখা দিয়েছে। ফলে শত শত মাছধরা ট্রলার সাগরে যেতে পারছে না। উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এ সংকট দেখা দিয়েছে।
জানা যায়, ১৫০ টাকার বরফ ক্যান ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মৎস্য আড়ৎ মালিকদের অভিযোগ, বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে।
মহিপুর-আলীপুর এলাকায় অন্তত ৩০টি বরফ কল রয়েছে। কোনটিতে দিনে ২০-২৫ ক্যান আবার কোনটিতে ২০০ ক্যান বরফ উৎপাদন হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে গত তিনদিন ধরে সহস্রাধিক ট্রলার খাপড়াভাঙ্গা খালসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় মাছ সংরক্ষণ ও সরবরাহে বিপর্যয় নেমে এসেছে। ব্যবসায়ীরা অতিরিক্ত দামে খুলনা, বরিশাল ও পটুয়াখালী থেকে বরফ এনে চাহিদা মেটাচ্ছেন।
জেলে কাওসার, ছলেমান ও রফিকুল ইসলাম জানান, বরফের অভাবে তাদের ট্রলারসহ অনেক ট্রলার সাগরে যেতে পারছে না।
আলীপুর-মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী বলেন, হঠাৎ শতশত ট্রলার ঘাটে নোঙর করায় বরফের চাহিদা বেড়ে গেছে। সংকটের কারণে বেশি দামে বরফ বিক্রি হচ্ছে।
মহিপুরের রিফাত ফিসের মালিক মো. গোলাম মোস্তাফা বলেন, বিদ্যুত বিভ্রাটের কারণে বরফ উৎপাদন কমে গেছে। তবে কুয়াকাটা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সিফাতুল্লাহ দাবি করেন, বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদনে সমস্যা হচ্ছে না এবং এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
এমবি/এমআর