ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

হোম পেজ » সর্বশেষ » ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। “আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩০ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ