
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
কবর থেকে ১৬ দিন পর জীবিত গাভী উদ্ধার!
হোম পেজ » পটুয়াখালী » কবর থেকে ১৬ দিন পর জীবিত গাভী উদ্ধার!সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের ১৬ দিন পর পারিবারিক কবরস্থান থেকে জীবিত অবস্থায় একটি গাভী উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারের পশ্চিম পাশে মৃধা বাড়ির কবরস্থানে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ দিন আগে গাভীটিকে অন্য গাভীর সাথে ক্ষেতে বেঁধে রাখা হয়। পরে দুপুরে পানি খাওয়াতে গিয়ে মালিক মোহাম্মদ হোসেন মৃধা দেখতে পান গাভীটি নেই। এরপর আত্মীয়স্বজনদের নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাফর নামের একজন কবরস্থানের পাশে গাভীর শব্দ শুনতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে কয়েকজন মিলে লাইট নিয়ে সেখানে যান। পরে ভাঙা কবরের ভেতর থেকে গাভীটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
গাভীর মালিক মোহাম্মদ হোসেন মৃধা জানান, ৬০ হাজার টাকার এই গাভীটি নিখোঁজের ১৬ দিন পর জীবিত উদ্ধার হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন।
দশমিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুরেন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গাভীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২১:০৭:০০ ● ২১৩ বার পঠিত