
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
গলাচিপায় মাছ শিকারে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় মাছ শিকারে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সোহেল প্যাদা (২৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাশবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশের পাঙ্গাসিয়া খালে কচুরিপানার ভেতর থেকে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত সোহেলের বাবার নাম দেলোয়ার প্যাদা।
স্থানীয়রা জানান, বুধবার রাতে সোহেল মাছ ধরতে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে খালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। কাছেই শুকনা স্থানে তার মাছ ধরার উপকরণ পড়ে ছিল।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৪:১০ ● ৫২ বার পঠিত