শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫

ভান্ডারিয়ায় চোরের ছুরিকাঘাতে খুন হলেন বিএনপি নেতা

হোম পেজ » লিড নিউজ » ভান্ডারিয়ায় চোরের ছুরিকাঘাতে খুন হলেন বিএনপি নেতা
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫


ভান্ডারিয়ায় চোরের ছুরিকাঘাতে খুন হলেন বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু

সাগরকন্যা প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু (৫০)। তিনি উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার রুবেল খান (৩৫) স্থানীয় এক বাড়ি থেকে নারিকেল পাড়েন। বিষয়টি জানাজানি হলে রাতে রেজাউল করিম ঝন্টু তাকে নারিকেল ফেরত দিতে বলেন। রুবেল তা অস্বীকার করেন। পরদিন সকালে বাড়ির সামনে ঝন্টুকে দেখে রুবেল হঠাৎ তার হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় আশেপাশের লোকজন ঝন্টুকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খায়রুল বাশার বলেন, সকালে রেজাউল করিম ঝন্টু নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়।

ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন জানান, নিহতের মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৯ ● ২১৮ বার পঠিত