ফকিরহাটে ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার

হোম পেজ » খুলনা » ফকিরহাটে ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


ফকিরহাটে ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখ (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচান্দরপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘেরে ওই ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ শেখ উপজেলার জাড়িয়া এলাকার মৃত আমির আলী শেখের ছেলে।
বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মটর উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন মোটর এবং বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছেন।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:১৩ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ