
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
গলাচিপায় জমি দখল চেষ্টার অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় জমি দখল চেষ্টার অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় আদালতের রায় উপেক্ষা করে ১২৯ একর জমি দখল ও আমন ধানের চারা নষ্টের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের চরকারফরমা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিব হোসেন গলাচিপা থানায় এজাহার দায়ের করেন। এতে বলা হয়, স্থানীয় নিজাম উদ্দিন তালুকদারের নেতৃত্বে ৫০-৬০ জন লোক ট্রাক্টর দিয়ে ধানের চারা নষ্ট করে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়া ২ লাখ টাকার বীজও নষ্ট হয়েছে।
এর আগে জমি নিয়ে নিজাম উদ্দিন তালুকদার মামলা করেছিলেন। তবে আদালত উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে রায় দেন জমির মালিক আব্দুর রব হাওলাদারের পক্ষে।
যোগাযোগের চেষ্টা করেও বিবাদী নিজাম উদ্দিন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, এজাহার পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায় অনুযায়ী যার জমি, সে-ই সেখানে চাষাবাদ করতে পারবে।
এসআর/এমআর
বাংলাদেশ সময়: ১৫:১৫:১২ ● ১৩৬ বার পঠিত