সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত-২
হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত-২![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ–হিসাব বিভাগের উপপরিচালক রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২১ আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. ইকতিয়ার উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ২৪ আগস্ট আদেশের কপি অর্থ–হিসাব বিভাগে পৌঁছায়। বরখাস্তকালীন তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্যের অনুমোদনক্রমে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদকের তথ্যে, বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা–কর্মচারীর ঋণের কিস্তির টাকা জমা না করে আত্মসাৎ করা হয়েছে; আনুমানিক পরিমাণ প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। ১৭ আগস্ট পটুয়াখালী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে দলটি ক্যাম্পাসে অনুসন্ধান চালায়।
হিসাব শাখা জানায়, ২০১১ সাল থেকে শিক্ষকদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার কেনার জন্য ঋণ কার্যক্রম চালু আছে।
এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৬ ● ১৮৫ বার পঠিত
