সোমবার ● ২৫ আগস্ট ২০২৫

মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫


মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। রবিবার বিকেলে মহিপুর -আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়,  নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জামসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিকভাবে মাছ আহরণের জন্য এই অবৈধ ট্রলিং বোট তৈরি করা হয়। নিষিদ্ধ নৌযানগুলো সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে।
গবেষকরা বলছেন, এসব অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র্য ও মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে। উৎপাদন ও প্রজনন কমে যাওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এজন্য দ্রুত এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।”


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২০:৩০ ● ২১১ বার পঠিত