
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
আমতলীতে ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রসহ আহত ২
হোম পেজ » বরগুনা » আমতলীতে ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রসহ আহত ২সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলীতে ব্যাংকে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন আমতলী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির (২৩) ও তার সহযোগী জাহিদুল ইসলাম (২৫)। বুধবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আহত ইমরান অভিযোগ করেন, কলেজ শাখার ছাত্রদল নেতাদের প্রতিবাদ করায় তাকে ও জাহিদুলকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী ইমরান বলেন, ফরম পূরণের টাকা জমা দিতে গিয়ে তাকে লাইনে পিছনে ফেলে টাকা জমা দেয় ছাত্রদল নেতারা। প্রতিবাদ করায় কলেজে ও পরে উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের বাসার সামনে তাকে এবং জাহিদুলকে মারধর করা হয়।
তবে ছাত্রদল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ইমরান ফকির ও তার সহযোগীরা উল্টো ছাত্রদল নেতাদের ওপর হামলা চালিয়েছে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন।
আমতলী উপজেলা ছাত্রদল ও জেলা ছাত্রদল জানিয়েছে, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হবে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনাটি শুনেছেন, তবে এখনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৫৯ ● ১৫৯ বার পঠিত