বুধবার ● ২০ আগস্ট ২০২৫

বাংলাদেশী সন্দেহে ঠেলে পাঠানো ৬ ভারতীয় চাঁপাইনবাবগঞ্জে আটক

হোম পেজ » রাজশাহী » বাংলাদেশী সন্দেহে ঠেলে পাঠানো ৬ ভারতীয় চাঁপাইনবাবগঞ্জে আটক
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


বাংলাদেশী সন্দেহে ঠেলে পাঠানো ৬ ভারতীয় চাঁপাইনবাবগঞ্জে আটক

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বসবাস করা ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলিনগর ভুতপুকুর এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরিচয় লুকিয়ে তারা এখানে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। সেখানে তারা একটি ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরবর্তীতে ২৬ জুন বিএসএফ তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটককৃতরা ভারতীয় নাগরিক, এটা নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১২:১১ ● ৮৯ বার পঠিত