বুধবার ● ২০ আগস্ট ২০২৫

কলাপাড়ায় উপকূল রক্ষা ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় উপকূল রক্ষা ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালা
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


কলাপাড়ায় উপকূল রক্ষা ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালায় কথা বলছেন সংগঠনের সদস্য সচিব শরীফ জামিল।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চায়না পার্ক রেস্টুরেন্টে এ কর্মশালা চলে। এতে উপকূল রক্ষায় জনগণকে সচেতন করা, নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করা এবং টেকসই উপকূলীয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের সদস্য সচিব শরীফ জামিল। তিনি বলেন, উপকূলীয় জনগণকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নদী, সমুদ্র ও জলজ সম্পদ রক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে। জেলেদের জীবিকা ও কল্যাণে দানন প্রথা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে কাজ করতে হবে। একক প্রচেষ্টা যথেষ্ট নয়; একত্রিত শক্তি ও দায়িত্বশীল নেতৃত্বই টেকসই পরিবর্তন আনতে পারে। এ প্রশিক্ষণ সেই পথের একটি প্রাথমিক ধাপ।

বাংলাদেশ সময়: ১৮:২১:১৯ ● ৯৩ বার পঠিত