বুধবার ● ২০ আগস্ট ২০২৫

নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী নেছারাবাদে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার জগন্নাথকাঠী বন্দর, মাহমুদকাঠী বাজার, কুড়িয়ানা বাজার, সাগরকান্দা বাজার, জুলুহার বাজার ও মৈশানীবাজারে গণসংযোগ করেন। এ সময় উপজেলা জামায়াতের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম সাঈদী। এছাড়া বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সৌদি আরব আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আলহাজ্ব নাসির উদ্দিন মাদানী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি মাও. মোঃ আব্দুর রশিদ, মাও. মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মাও. আফজাল হোসাইন সোয়াইব। উপস্থিত ছিলেন কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কর, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিনয়কাঠি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামল কান্তি মল্লিক, বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ ইমরান হোসাইন, কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী সজিব মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৪ ● ১৩৫ বার পঠিত