
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
হোম পেজ » বরগুনা » আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণাসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান এ ঘোষণা দেন।
জানা গেছে, বেসরকারি সংস্থা এনএসএস, এপি ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে আমতলী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব গ্রাম, বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন, শিশু শ্রমমুক্ত ইউনিয়ন, অপুষ্টিমুক্ত গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয়, মিনি পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ এবং মিনি স্কুল পার্ক স্থাপন। গত ৭ মাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো।
ঘোষণা সভায় সভাপতিত্ব করেন এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ফ্যাসিলিটেটর মো. মাইনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরকার, প্রোগ্রাম ম্যানেজার মিদুল সরকার, বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল এবং আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:১৫:০১ ● ৩৯ বার পঠিত