কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

হোম পেজ » গণমাধ্যম » কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত এ অনুষ্ঠান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন মাসুম, সাংবাদিক মীর আবদুল আলেম ও মো. শাহাবুদ্দিন সিকদার।

বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেল কবির মুরাদ ও রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক জসিম পারভেজ। এর আগে ফুলেল শুভেচ্ছায় মো. আইয়ুব ভূইয়াকে বরণ করে নেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী। ঢাকা থেকে আগত অতিথি সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেন কলাপাড়ার সিনিয়র সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ