ডলফিন সংরক্ষণে সুন্দরবনে বন বিভাগের মাইকিং

হোম পেজ » খুলনা » ডলফিন সংরক্ষণে সুন্দরবনে বন বিভাগের মাইকিং
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫


ডলফিন সংরক্ষণে সুন্দরবনে বন বিভাগের মাইকিং

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বিপন্ন প্রজাতির ডলফিন রক্ষায় সচেতনতামূলক মাইকিং করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন মোংলা বন্দরের পশুর নদীর ডলফিন অভয়ারণ্য এলাকায় এই মাইকিং পরিচালিত হয়।

স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিমের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় জেলেদের ডলফিন শিকার না করা, বিরক্ত না করা এবং আবাসস্থল নষ্ট না করার আহ্বান জানানো হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের ডলফিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। এগুলো রক্ষা করা সবার দায়িত্ব। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৫ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ