‘ফ্যাসিষ্ট ভারতে পালিয়েছে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে’

হোম পেজ » পিরোজপুর » ‘ফ্যাসিষ্ট ভারতে পালিয়েছে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে’
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫


 

বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়েছে ভারতে; আপনাদের পালাতে হবে পাকিস্তানে। জামাতের হেড অফিস এখনো পাকিস্তানে আছে।’ তিনি এসব মন্তব্য করেছেন বুধবার নেছারাবাদ (স্বরূপকাঠী) পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে।

সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে বড়সংখ্যক স্থানীয় নেতা-কর্মী যোগ দেন।

 

টিপু বলেন, গত ১৭ বছর ধরে শাসকদল মানুষকে নির্যাতন করেছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের প্রতিহত করতে হবে।

সম্মেলনে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ। সভার সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ।

বাংলাদেশ সময়: ১৯:০৯:০৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ