
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
নেছারাবাদে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)
নেছারাবাদে ২০২৫ সনের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
নেছারাবাদ উপজেলায় ৬২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি প্রতিষ্ঠান থেকে মোট ৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পরিবারের, বিদ্যালয়ের ও সমাজেরও গর্ব। এই সাফল্যকে কাজে লাগিয়ে আরও বড় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।” তিনি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র, বই এবং বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা উপহার দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১০:০৪ ● ১৪৫ বার পঠিত