
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
বাগেরহাটের রামপালে নিষ্পত্তি হলো বিএনপির দুই গ্রুপের বিরোধ
হোম পেজ » খুলনা » বাগেরহাটের রামপালে নিষ্পত্তি হলো বিএনপির দুই গ্রুপের বিরোধসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করেছে জেলা বিএনপি। আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দু’দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
স্থানীয় আইন-শৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা নেতারা মধ্যস্থতায় এগিয়ে আসেন। সোমবার (১১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি হয়।
গত ২ আগস্ট রাতে সভাপতি প্রার্থী আব্দুল আলীমের সমর্থকেরা সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। আহতরা বাগেরহাট সদর হাসপাতাল ও স্থানীয় সেবা কেন্দ্রে চিকিৎসা নেন।
পরদিন ৩ আগস্ট বিকেলে পলকের সমর্থকেরা সন্ন্যাসী বাজারে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেন। মানববন্ধনের আগে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল ছোড়াছুড়িতে অন্তত ২০ জন আহত হন, ভাঙচুর হয় ২০টি দোকান। পুলিশ ও উপজেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা ফেসবুক ও পত্রপত্রিকায় প্রকাশ পেলে জেলা বিএনপির নজরে আসে। পরে আলাপ-আলোচনার মাধ্যমে সোমবার বিরোধ নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদউদ্দৌলা জুয়েল, সাবেক ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ, মল্লিকেরবেড় ইউনিয়নের হাওলাদার জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাজাহারুল ইসলাম সাজু, শামীম হাসান পলক, মেহেদী হাসান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ১৯:০২:৩৭ ● ৮৬ বার পঠিত