নেশার টাকা যোগারে তিন মাসের কন্যা বিক্রি, বাবা আটক

হোম পেজ » চট্টগ্রাম » নেশার টাকা যোগারে তিন মাসের কন্যা বিক্রি, বাবা আটক
শনিবার ● ৯ আগস্ট ২০২৫


নেশার টাকা যোগারে তিন মাসের কন্যা বিক্রি, বাবা আটক

সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে তিন মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করেছেন এক বাবা। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়ায়। আটক মিরাজ উদ্দীন (৩০) ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

পুলিশ জানায়, বান্দরবানের নেক্ষ্যংছড়ির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে দুই বছর আগে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। নেশার টাকা জোগাতে মিরাজ শিশুটিকে বিক্রি করেন। খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ মছদিয়া এলাকা থেকে উদ্ধার করে।

শিশুর মা আসমাউল হোসনা অভিযোগ করেন, স্বামী নিয়মিত মাদক সেবন করত এবং প্রতিবাদ করলেই তাকে মারধর করত।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর বাবার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪৭ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ