
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার (৯ আগস্ট) সকালে স্বরূপকাঠি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে উপজেলার সাংবাদিকদের পাশাপাশি স্বরূপকাঠি বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক আতিকুল ইসলাম লিটু, গোলাম মোস্তফা, মুইদুল ইসলাম, হাবিবুল্লাহ মিঠু, আনোয়ার হোসেন, মো. রুহুল আমিন, আজিজুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, গোলাম আযম আসলাম ও দেবাশিস মন্ডল আশিষ প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, সদস্য সচিব কাজী মো. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো গণমাধ্যমের জন্য গভীর শঙ্কার বিষয়। এটি মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।