দুমকিতে বখাটে ছেলেকে পুলিশে দিলেন বাবা!

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বখাটে ছেলেকে পুলিশে দিলেন বাবা!
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


দুমকিতে বখাটে ছেলেকে পুলিশে দিলেন বাবা!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক হতাশ বাবা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় ছেলেকে ধরে থানায় নিয়ে যান তিনি।

পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার ছেলে সোহাগ হাওলাদারকে (২৪) মাদকাসক্ত ও বখাটে স্বভাবের কারণে পুলিশের হাতে দেন। ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ স্থানীয়দের সহযোগিতায় সোহাগকে আটক করা হয়।

সোহাগ এলাকার চুরি, ছিনতাই, সন্ত্রাস, শিক্ষার্থীদের উত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাও করে সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোহাগকে কারা হেফাজতে পাঠানো হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩৯ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ