
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
গণঅভ্যুত্থান দিবস বাবুগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের পৃথক র্যালি-সমাবেশ
হোম পেজ » বরিশাল » গণঅভ্যুত্থান দিবস বাবুগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের পৃথক র্যালি-সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে পৃথক র্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে স্টীল ব্রীজ এলাকা ঘিরে অনুষ্ঠিত হয় এসব কর্মসূচি।
বিএনপির আয়োজন:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে বিজয় র্যালি বের করে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি স্টীল ব্রীজ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। বক্তব্য রাখেন সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, মহিলা দলের সভাপতি রেশমা রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ বিশ্বাস, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগকে ধরে রাখতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইসলামী আন্দোলনের আয়োজন:
একই এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা আয়োজন করে গণমিছিল ও সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, দারিদ্র্য-ক্ষুধামুক্ত দেশ গঠনে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। আমরা আর ৩০-৩৫% ভোট নিয়ে ১০০% শাসন মানি না।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা শামসুল হক।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক ফোরামের নেতা শেখ নজরুল ইসলাম মাহবুব, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান শিকদার, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি মোর্শেদ ইলিয়াসসহ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে জনগণের অধিকার নিশ্চিত হবে না।
বাংলাদেশ সময়: ২১:৩৬:০৬ ● ৯১ বার পঠিত