কলাপাড়ায় শশুরের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় শশুরের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় শশুরবাড়ির ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মৃধা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমন মৃধা পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার চারঘাট গ্রামের বাসিন্দা নিজাম মৃধার ছেলে।

 

নিহতের শশুর আবুল কালাম জানান, বসতঘর নিচু হওয়ায় তা উঁচু করার কাজ চলছিল। জামাতা ইমনও অন্যদের সঙ্গে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ঘরের টিনের চালা বিদ্যুতের তারে লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ