
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে একটি মসজিদের নামে বরাদ্দকৃত টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সারেংকাঠী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন হোসেনের বিরুদ্ধে। অভিযোগ করেছে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা।
জানা গেছে, তিন বছর আগে পিরোজপুর জেলা পরিষদ থেকে সারেংকাঠী ইউনিয়নে মোট ৯টি টিউবওয়েলের বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৮টি টিউবওয়েল বিভিন্ন স্থানে বসানো হলেও বাকি একটি টিউবওয়েল বিষ্ণুকাঠী হাওলাদার বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদের জন্য বরাদ্দ ছিল, যা আজও স্থাপন করা হয়নি।
মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া বলেন, দীর্ঘ তিন বছরেও টিউবওয়েলটি বসানো হয়নি। ইউপি সদস্য বারবার শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। বরং বরাদ্দের টাকা তিনি আত্মসাৎ করেছেন বলেই আমরা মনে করি।
কমিটির আরেক সদস্য আব্দুল কুদ্দুস খান বলেন, তিনি কিছু পাইপ কিনেছেন ঠিকই, তবে কাজ শুরু হয়নি। বারবার তাগাদা দিলেও শুধু কাল-পরশু বলে সময়ক্ষেপণ করছেন। ফলে মুসল্লিরা প্রতিদিন পানি সংকটে পড়ছেন।
বিষয়টি স্বীকার করে সারেংকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি। তাকে একাধিকবার বলেছি, কিন্তু এখনও টিউবওয়েলটি বসানো হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. আল-আমিন হোসেন বলেন, জেলা পরিষদ থেকে টিউবওয়েলের জন্য ৫০ হাজার টাকা পেয়েছি। কিছু পাইপ কেনা হয়েছে। তবে টিউবওয়েল বসানো হয়নি। আগামী এক মাসের মধ্যে বসিয়ে দেব।
এদিকে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তাঁরা দ্রুত টিউবওয়েল স্থাপন ও অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
/এমআর