নেছারাবাদে মাদকের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে মাদকের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার ● ৩ আগস্ট ২০২৫


নেছারাবাদে মাদকের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

‘যে মুখে মা ডাক, সে মুখে মাদক নয়’- এই স্লোগান সামনে রেখে নেছারাবাদে মাদকের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার (৩ আগস্ট) অলংকারকাঠী মনিরাম (এম.আর) মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচি হয়। এতে অংশ নেয় বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।

র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নয়ারহাট বাজার ও ৩নং স্বরূপকাঠী ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে আবার বিদ্যালয়ে ফিরে আসে। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। এর মধ্যে ছিল-মাদক মুক্ত তারুণ্য চাই- ‘মাদকাসক্তি সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়, যে মাদক অফার করে- সে কখনো বন্ধু হতে পারে না, মাদকের বিরুদ্ধে লড়বো-উজ্জ্বল ভবিষ্যৎ গড়বো’ ইত্যাদি।

আলোচনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক, এ.কে.এম. ওবায়দুল্লাহ, অপর্ণা মন্ডল, মোঃ কবির হোসেন ও এম. রহমতুল্লাহ।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দশম শ্রেণির আদ্রিতা রহমান ও মোঃ রিয়াদুল ইসলাম, নবম শ্রেণির সুরাইবা, অষ্টম শ্রেণির ওয়াজিহা তাবাসসুম ও মোঃ হাসিবুল ইসলাম।

সচেতনতামূলক এ আয়োজনে অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৪ ● ১৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ