রবিবার ● ৩ আগস্ট ২০২৫

সুপারিশ ঘিরে তোলপাড় বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্টোরিতে চাকরি প্রার্থীর প্রবেশপত্র

হোম পেজ » রাজশাহী » সুপারিশ ঘিরে তোলপাড় বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্টোরিতে চাকরি প্রার্থীর প্রবেশপত্র
রবিবার ● ৩ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে এক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীর প্রবেশপত্র প্রকাশ হয়ে যায়। ওই প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা মো. লতিফুর রহমানের সুপারিশ দেখা যায়।

শনিবার রাত ১১টার দিকে স্টোরিটি প্রকাশ পায়। ঘণ্টাখানেক পর তা মুছে ফেলা হয়। তবে ততক্ষণে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয় তোলপাড়।

পরে এক পোস্টে অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, ছেলের মোবাইল ব্যবহারের সময় ভুলবশত স্টোরিটি আপলোড হয়েছে। তিনি বলেন, পরিচিতজনসহ অনেকেই সুপারিশ করলেও তা নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে না। ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ এই ঘটনাকে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখছেন। সচেতন মহল নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৭ ● ১২৩ বার পঠিত