
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় নির্মাণের মাত্র এক মাসেই ধ্বসে পড়েছে একটি সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন আউলিয়াপুর ও পাশের গ্রামের কয়েক হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা।
রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকায় ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে একটি ১৫ মিটার কালভার্ট ও সংযোগ সড়ক নির্মাণ করে মেসার্স বরকত এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় ৪০ লাখ ৫০ হাজার ৭১১ টাকা। চলতি বছরের জুনে নির্মাণ কাজ শেষ হয়। এক মাস পার হতে না হতেই সড়কে ধ্বস দেখা দেয়।
স্থানীয়রা বলছেন, কাজের নিম্নমান ও অনিয়মের কারণে এমনটা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের ভাঙা স্থানে গাছের খুঁটি গেড়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সুরক্ষা ব্লক ব্যবহার না করায় এবং নিম্নমানের ইট ব্যবহারে এই ধ্বস হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফিজ জানায়, এই সড়ক দিয়ে এখন স্কুলে যেতে অনেক কষ্ট হয়। আবার ঠিক করে দিতে হবে।
পথচারীরাও জানান, কালভার্টটি আউলিয়াপুরসহ তিনটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম। বৃষ্টিতে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে, এখনও সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. বরকত উল্লাহ বলেন, আমি জানি না। সাব-কন্টাক্টর কাজ করেছে, খোঁজ নিয়ে দেখি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার জানান, জুন মাসে কাজ শেষ হয়েছে। এক বছরের জামানত রয়েছে। এই সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হলে ঠিকাদারকেই তা মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।