কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
সোমবার ● ২৮ জুলাই ২০২৫


 

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার সকাল ১০টায় টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই স্লোগানে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার লক্ষ্য নিয়ে কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ‘আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া।

 

উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মো. নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, পরিবেশ কর্মী কামাল হাসান রনি এবং সাংস্কৃতিক কর্মী তানজির জামান জয়।

 

 

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব উদ্যোগ জোরদার করতে হবে।

 

অনুষ্ঠানে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, জুলাই মাসজুড়ে কলাপাড়ার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৫৬ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ