শনিবার ● ২৬ জুলাই ২০২৫

নেছারাবাদে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
শনিবার ● ২৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার।

 

শনিবার দুপুরে জগন্নাথকাঠি বন্দরে বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তিনি দাবি করেন, একটি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে ‘অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

নাছির উদ্দীন তালুকদার বলেন, আমি সবসময় গরিব ও মেহনতি মানুষের পাশে থাকি। মাহামুদকাঠি গ্রামের জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে থানায় বসে উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা করেছি। সেখানে কোনো রায় দেওয়া হয়নি। অথচ আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।

 

তিনি আরও বলেন, দলের কিছু লোক ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টারদের কেউ এটি প্রকাশের আগে আমার বক্তব্য নেয়নি।

 

শালিসে উপস্থিত থাকাদের মধ্য থেকে মো. সিদ্দিক হাওলাদার একই সংবাদ সম্মেলনে দাবি করেন, শালিসে দুই পক্ষের কথা শুনে শুধু আলোচনা হয়েছে। সেখানে নাছীর তালুকদার কাউকে হুমকি দেননি।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৫ ● ১১১ বার পঠিত