
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
বামনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
হোম পেজ » বরগুনা » বামনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় বরগুনার বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে কৃতিত্ব অর্জনকারী ৪০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বামনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম। সঞ্চালনা করেন বামনা সদর আর-রশীদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. জাকির হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান মৃধা, আর-রশীদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জি, অভিভাবক মাওলানা মো. মোশাররফ হোসেন এবং কৃতি শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:০০:৩৮ ● ১০৮ বার পঠিত