মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫

জানাজায় মানুষের ঢল গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন

হোম পেজ » গণমাধ্যম » জানাজায় মানুষের ঢল গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)


গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) আর নেই। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুর কারণ ছিলো মস্তিষ্কে রক্তক্ষরণ।


মরহুম রিচার্ড গলাচিপা পৌরসভার রূপনগরের বাসিন্দা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে। তিনি স্ত্রী, বাবা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


তিনি গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় ক্রিকেট অঙ্গনের সংগঠক ও প্রাণপুরুষ হিসেবে তার পরিচিতি ছিল।


প্রথম জানাজা সোমবার রাত ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে দাফন করা হয়।


তার মৃত্যুতে গলাচিপায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। কেন্দ্রীয় বিএনপি, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা বিএনপি, প্রেস ক্লাব, বণিক সমিতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৭ ● ৭৪ বার পঠিত