
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
গৌরনদীতে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে বজ্রপাতে জুয়েল হাওলাদার (২৮) নামে এক ট্রাক্টর চালক মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বার্থী গ্রামে জমি চাষের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল কুদ্দুচ লস্করের ট্রাক্টর চালিয়ে ব্যবসায়ী লিটন বেপারীর জমিতে কাজ করছিলেন। বৃষ্টির সময় ট্রাক্টর নিয়ে মালিকের বাড়িতে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল বার্থী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
বাংলাদেশ সময়: ১৮:০৮:১০ ● ১৫০ বার পঠিত