
শনিবার ● ১৯ জুলাই ২০২৫
পটুয়াখালী সদরে কৃষিজমি দখল করে ঘর নির্মাণ, গ্রামবাসীর ক্ষোভ
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী সদরে কৃষিজমি দখল করে ঘর নির্মাণ, গ্রামবাসীর ক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও আশপাশের কয়েকটি গ্রামে কৃষিজমি দখল করে জোরপূর্বক ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে এলাকায় বিরাজ করছে উত্তেজনা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভুরিয়া গ্রামের কালু সিকদার (৯৫) ও কোব্বাত মৃধা ১৯৭৯ সালে যতীন্দ্র মোহন পালসহ ছয়জনের কাছ থেকে ২ একর ১৬ শতক কৃষিজমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভুরিয়া ইউনিয়নের যুবলীগ নেতা মো. জাকির হোসেন ও তার ভাই আব্দুর রাজ্জাক খান ও ইসমাইল খান ওই জমি জোরপূর্বক দখলে নেন। পরে সেখানে ঘরবাড়ি নির্মাণ শুরু করেন তারা।
কালু সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার জানান, জমির একাংশে আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা বলে রড চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে নিয়মিত।
স্থানীয় সাইদুল, পিতা মাওলানা নুরুল ইসলাম, দাবি করেন, তিনি ১ একর জমির মালিক। আরেক ভুক্তভোগী হারুন সরদার জানান, ২৫ শতাংশ জমি কিনে ঘর তুলতে গেলে বাধা দেন তিনি।
অভিযুক্তদের মধ্যে তারেক মোল্লা জোর করে ঘর নির্মাণ শুরু করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানার এসআই শামীম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেন।
ভুক্তভোগীরা আরও জানান, সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীর নেতৃত্বে একটি চক্রও জমি দখলে জড়িত। তারা এলাকাবাসীর কাছ থেকে চাঁদা দাবি করছে এবং প্রতিবাদ করলেই হুমকি দিচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ২০:৪৯:৪৭ ● ৮৬ বার পঠিত