মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫

আগৈলঝাড়ায় ছিনতাইকালে যুবলীগ সদস্যকে গণধোলাই, থানায় সোপর্দ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ছিনতাইকালে যুবলীগ সদস্যকে গণধোলাই, থানায় সোপর্দ
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদন, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন যুবলীগ সদস্য সৈয়দ আরিফ ওরফে রিপন মীর। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ঘটনার পর তাকে আহত অবস্থায় পুলিশ আটক করে থানায় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী জয় বিশ্বাস থানায় মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়ার জয় বিশ্বাস মাছ বিক্রি শেষে ভোর পাঁচটায় বাড়ি ফেরার পথে গৈলা ইউনিয়নের বটতলা এলাকায় ছিনতিকারীদের কবলে পড়েন। পুলিশ পরিচয়ে তাকে থামিয়ে ২১ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় তিন যুবক। চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুইজন পালিয়ে গেলেও রিপন মীরকে ধরে গণধোলাই দেয়। পরে এসআই নূর মোহাম্মদ গিয়ে তাকে থানায় নিয়ে যান।

 

রিপন মীর আগেও পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ১০ জুলাই ভোরে এক মৎস্য ব্যবসায়ী এবং ১৩ জুলাই সকালে এক গৃহবধূর কাছ থেকেও অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া একাধিক মাদক মামলারও আসামী বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩০ ● ১৩২ বার পঠিত