সোমবার ● ১৪ জুলাই ২০২৫

আমতলীতে মঞ্চ প্রস্তুত, কিন্তু উঠলেন না এনসিপি নেতারা

হোম পেজ » বরগুনা » আমতলীতে মঞ্চ প্রস্তুত, কিন্তু উঠলেন না এনসিপি নেতারা
সোমবার ● ১৪ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে মঞ্চ প্রস্তুত থাকলেও মঞ্চের পাশ দিয়ে চলে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

 

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে আমতলীর বাঁধঘাট চৌরাস্তায় ট্রাকে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয় এনসিপির পথসভা উপলক্ষে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শতাধিক কর্মী-সমর্থক সভাস্থলে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় নেতাদের জন্য।

 

তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে না উঠে পাশ দিয়ে গাড়িতে চলে যান। ফিরেও তাকাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

স্থানীয় বাসিন্দা আল মামুন বলেন, দুপুর থেকে অপেক্ষা করলাম। নেতারা এসে মঞ্চে উঠলেন না। এটা অসম্মানজনক।

ডেকোরেটর লিটন মিয়া বলেন, তাদের জন্য মঞ্চ বানিয়েছিলাম। কেউ উঠল না, তাই গুটিয়ে নিচ্ছি।

 

এক গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ না করলে পথসভা করে লাভ কী? এতে দলের প্রতি আস্থা কমবে।

 

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, এনসিপি নেতারা এখন ‘নিরাপদ দূরত্বে’ থেকে রাজনীতি করতে চান।

 

তবে পায়রা নদীর ফেরিঘাটে নাহিদ ইসলাম ও সারজিস আলম সংক্ষিপ্তভাবে নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন।

---

 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ বলেন, জেলার কর্মসূচি থাকায় কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠতে পারেননি।

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পথযাত্রার জেলা পর্যায়ের সিদ্ধান্ত থাকায় উপজেলার সভায় অংশ নেওয়া সম্ভব হয়নি। সময়ও ছিল খুবই সীমিত।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪৯ ● ৬৭ বার পঠিত