
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
এসএসসি পরীক্ষা-২০২৫ পিরোজপুরে দুই স্কুলের সব শিক্ষার্থী ফেল
হোম পেজ » বরিশাল » এসএসসি পরীক্ষা-২০২৫ পিরোজপুরে দুই স্কুলের সব শিক্ষার্থী ফেলসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের সব এসএসসি পরীক্ষার্থী ফেল করেছে। বরিশাল বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ দুই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
বিদ্যালয় দুটি হলো- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
জানা গেছে, জুজখোলা স্কুল থেকে ১২ জন এবং মধ্য চড়াইল থেকে ৭ জন শিক্ষার্থী এসএসসির জন্য রেজিস্ট্রেশন করে। তবে পরীক্ষায় অংশ নেয় ৫ জন করে মোট ১০ জন এবং সবাই ফেল করে। ফলে উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।
স্থানীয়রা বলছেন, এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষা কর্মকর্তাদের নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
জুজখোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের রেজিস্ট্রেশন করা সব ছাত্রী বিবাহিত ছিল। তারা নিয়মিত ক্লাসে আসেনি, লেখাপড়াও করেনি। তাই সবাই ফেল করেছে।
অন্যদিকে, মধ্য চড়াইল স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এটা গ্রামীণ এলাকা। অনেকেই নিয়মিত ক্লাস করে না। বাসায়ও লেখাপড়ার অভ্যাস নেই।
পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, আমরা এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাইনি। এসব তথ্য বোর্ডের কাছে থাকে। বোর্ড নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব। বিদ্যালয়গুলোর প্রশাসনিক বিষয়, পাঠদানের মান ও শিক্ষকদের দায়িত্ববোধ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৭:৩৪:০৯ ● ৮৮ বার পঠিত