
সোমবার ● ৭ জুলাই ২০২৫
দলেই যেখানে রক্তপাত, তাদের হাতে দেশ নিরাপদ নয়: মাসুদ সাঈদী
হোম পেজ » পিরোজপুর » দলেই যেখানে রক্তপাত, তাদের হাতে দেশ নিরাপদ নয়: মাসুদ সাঈদীসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
নিজ দলের কর্মীরাই যেখানে নিরাপদ নয়, তাদের হাতে ১৮ কোটি মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে- এমন প্রশ্ন তুলেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী মাসুদ সাঈদী।
সোমবার (৭ জুলাই) বিকেলে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় মাসুদ সাঈদী বলেন, যারা ইসলামে ভয় করে, তারা দুর্নীতিকে ভয় পায়। তারা দুর্নীতি করে না। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষ বা সহিংসতা নেই।
তিনি আরও বলেন, আমার বাবা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারবে না যে তিনি এক টাকার দুর্নীতিও করেছেন। আমিও তার মতই জনসেবা করতে চাই। জনগণের উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেউদ্দিন ও প্রভাষক প্রদীপ কুমার হালদার।
সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা শামসুল হক।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৬ ● ৭৯ বার পঠিত